এক যে ছিল রাজা৷ যেমন তার প্রভাব প্রতিপত্তি, তেমনই তার ঐশ্বর্য৷ পুরো জগৎজোড়া তার খ্যাতি৷ যেমন মহানুভব, তেমনই প্রজাবৎসল তিনি৷ কিন্তু তারপরও বহুদিন হলো রাজার মনে শান্তি নেই৷ থাকবেই বা কিভাবে, তার একমাত্র পুত্র যে বহুদিন ধরে অসুস্থ!কত বৈদ্য,হেকিম এর শরনাপন্ন হলেন,মহারানী আর সেবিকারা কত শুশ্রুষা...