• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Incest এমন হবে ভাবতেই পারিনি........

অসাধারণ, চালিয়ে যান

  • মোটামুটি,

    Votes: 0 0.0%

  • Total voters
    21
  • Poll closed .

Kjfnani

Active Member
525
186
59
........পর্ব..............১২....................

কতক্ষন দৌড়িয়েছি বলতে পারবো না ৷ জয় আমার পিছনে পড়ে গেছে ৷ আমি একটি বড় গাছের পিছনে লুকিয়ে জয়ের অপেক্ষা করতে লাগলাম ৷ তার ব্যাগটা এখনো আমার কাছে ৷ কিছুক্ষন পর জয় আমার সামনে দিয়ে দৌড়াচ্ছিলো ৷

আমি ফিস ফিস করে জ,,,,,,য়,,, বলে ডাক দিতেই সে দৌড় থামিয়ে আমার কাছে এসে হাপাতে হাপাতে বললো : তু..মি তো ভা...ই সে..ই সেই দৌড়াতে পারো ৷ বাপ...রে বা..প ৷ আমার ব্যাগটা কোথায় ?

এই তো আমার কাছে ৷

দাও ব্যাগটা দাও ৷ এটা কোথাও লুকিয়ে রাখি ৷

কি আছে এতে ?

তারা যা চেয়েছিলো সেটা এখানে, এই ব্যাগের ভিতর আছে ৷

ওওও ৷ জীবনের থেকে কি ব্যাগটাই দামি হয়ে গেলো তোমার কাছে ৷

হুমম ৷ তুমি জান না ! এই ব্যাগটাই কয়েকটা পরিবারকে বাচাঁতে পারে ৷ যেখানে আমার পরিবারও আছে ৷ কিন্তু তোমার কথা ভেবে কষ্ট হচ্ছে ৷

সেটা কেন ?

এই যে, তুমি আমার জন্য খামোখাই বিপদে পড়লে ৷ এখান থেকে বেচেঁ ফিরবো কি না জানি না ৷ তোমাকে শুধু শুধু বিপদে ফেললাম ৷

নিজের ভয়কে কোন রকম সংযত করে বললাম : এসব বাদ দাও এখন ৷ তকদিরে যা আছে তা ঘটবেই ৷ এখন কি করবো আমরা সেটা বলো ৷

চলো সামনের দিকে ৷ ব্যাগটা কোথাও লুকিয়ে রাখতে হবে ৷ এই বলে দুজনে বড় বড় ঝোপঝাড়ের দিকে অগ্রসর হতে লাগলাম ৷

কিছুক্ষণের মধ্যেই একটা ঝোপেড় ভিতর বড় গাছের গোড়ায় এসে দাড়ালাম ৷ সাজিদ ব্যাগটা গাছের গোড়ায় একটি ছোট্ট গর্তের ভিতরে রেখে মাটি এবং পাতা দিয়ে ঢেকে দিলো ৷

আমরা বের হবো তখনই কিছু পায়ের আওয়াজ আসতে লাগলো এদিকে ৷ আমরা আবার ঝোপে ঢুকে গেলাম ৷

সে আশেপাশেই আছে ৷ দ্রুত খুজে বের করো ৷ লোকটার কথা শুনে সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়লো ৷
আমি আর জয় সাবধানে ঝোপ দিয়ে সামনে এগুতো থাকলাম ৷

কি করা যায় এখন ? এভাবে কোথায় গিয়ে থামবো আমরা ৷

ভয় পেও না ৷ এটা বড় কোন জঙ্গল নয় ৷ তেমন গভীরও নয় ৷ সম্ভত আমাদের সামনে মেইন রাস্তা হবে ৷ কিন্তু এখন মেইন রাস্তা উঠাই মানে বিপদ ৷ জয় আস্তে আস্তে বললো ৷

এক কাজ করো জয় ৷ পুলিশকে ফোন করো ৷আমি ফিসফিস করে বললাম ৷

জয় আমার দিকে তাকিয়ে বললো : পরমার্শটা মন্দ হয়নি ৷ এই বলে পোকেটে হাত দিলো ৷ কিন্তু একি ! মোবাইলটা কোথায় ?

কি হলো জয় ?

সম্ভবত দৌড়াতে গিয়ে মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে ৷


এখন কি হবে ?

চলো সামনের দিকে যেতে থাকি ৷ এই বলে জয় আমাকে নিয়ে সামনে চলতে থাকলো ৷ আমরা হাটতে হাটতে ঝোপ থেকে বেরহয়ে এসেছি ৷ হঠাৎ কিছু লোকের গলার আওয়াজ পেয়েই আবার আমরা ঘন ঝোপের ভিতর প্রবেশ করতে লাগলাম ৷

এই শালা ! তুই তাদের কোথায় দেখেছিস ? তাদের একজন বললো ৷

বস ! আমি এই ঝোপটার আশে পাশেই দেখেছি ৷ এখানে খুজলে পাওয়া যাবে ৷

আমরা তাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি ৷ তাহলে এটাই তাদের বস ৷

এই ঝোপটা কতটুকু বড় ? তাদের বস বললো ৷

বস ! বেশি বড় নয় ৷ আমরা চারদিক থেক ঘিরে ফেললে হয়ত কিছুক্ষণের মধ্যেই খুজে শেষ করতে পারবো ৷

তাহলে সবাইকে বল চারদিক থেকে ঘিরে ফেলতে ৷ তাদের বস বললো ৷

এখানটাই জঙ্গলটা খুবই ঘন ৷ তবে বেশি বড় নয় ৷ বড় বড় গাছও আছে অনেক ৷ কিছুক্ষনের মধ্যেই তারা চারদিক থেকে ঘিরে টর্চ মেরে, লাঠি দিয়ে ঝোপঝাড় খুচিঁয়ে খুচিঁয়ে খুজতে লাগলো ৷ আমরা দুজন পুরোই ফেসে গেছি ৷ এখান থেকে বেচেঁ বেরহওয়া মিরাকেল ছাড়া আর কিছুই নয় ৷ আমরা সামনে এগিয়ে ছোট্ট একটি গর্তের সামনে বসে পড়লাম ৷

এখন কি করা উচিত ? আমি কাচুমাচু হয়ে বললাম ৷

জয় কিছুক্ষণ ভেবে বললো : তোমার জন্য কষ্ট হচ্ছে ৷ অযথাই আমার কারনে বিপদে পড়লে ৷ এই বলে জয় গর্তটা দেখতে লাগলো ৷ সেখানে একজন লুকাতে পারবে, যদি কেউ গর্তের উপর মাটি বা লতা পাতা দিয়ে ঢেকে দেয়৷


জয় গর্তটা দেখে বললো : তুমি এক কাজ করো ,এই গর্তের ভিতর ঢুকে যাও ৷ আমার কারণে যেন তোমার কিছু না হয়৷


কিন্তু তুমি কোথায় লুকাবে ? আমি বিস্মিত হয়ে বললাম ৷


জয় বললো : আমি ঝোপঝাড়ে লুকাচ্ছি ৷ তা ছাড়া এখানে দুজন লুকানো সম্ভব নয় ৷

কিন্তু তারা যদি তোমাকে পেয়ে যায় তখন ? আমি চিন্তিত হয়ে বললাম ৷

ভাগ্যে যা আছে তা ঘটবেই ৷ কিন্তু তোমার কিছু হয়ে যাক সেটা আমি চাই না ৷ জয় বললো ৷

না, না তা হয় না ৷ যদি তুমি ধরা পড়ে যাও তো তোমার পরিবারের কি হবে ? তা ছাড়া তুমি ছাড়া তাদের মুখোশ খুলবে কে ? আমি তার হাত ধরে বললাম ৷

যদি আমার কিছু হয়ে যায় আমার ঐ ব্যাগের লেপটপটা একজনের কাছে পৌছে দিও ৷ জয় আমার দিকে চেয়ে বললো ৷

আমি অবাক হয়ে বললাম : কার কাছে ?

আমার লেপটপটি আমার বন্ধুর কাছে পৌছে দিও ৷ জয় বললো ৷

কে সে ? আমি তাকে চিনবো কি করে ?

তার নাম কার্তিক ! আমার জানে জিগার দোস্ত ৷ আমার জন্য সে জীবনও দিতে পারে ৷ আমরা এক সাথে কলেজে পড়েছি ৷ তার জন্য আমি সব কিছু করতে পারি ৷ সে কেশবপুর থানার পুলিশ অফিসার ৷ কি পারবেনা ? জয় বললো ৷

আমি মাথা নেড়ে হ্যা সূচক জবাব দিয়ে বললাম যে, আমি পারবো ৷


তাহলে এখন গর্তে ঢুকে যাও ৷ আমি লতা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি ৷ জয় বললো ৷

গর্তে লুকিয়ে থাকলেই যে বেঁচে যাবো এর কোন গ্যারান্টি আছে ৷ আমি জয়কে বললাম ৷

তোমাকে লুকিয়েই আমি এখান থেকে সরে পড়ে তাদের মনোযোগ আমার দিকে করে নিবো ৷ যাতে করে তারা এদিকে না আসে ৷ জয় বললো ৷

তুমি কেন আমার জন্য নিজেকে বিপদে ফেলতে চাইছো ৷ বরং তুমি লুকাও ৷ আমি তোমাকে ঢেকে দিচ্ছি ৷

এখন বহস করার সময় নয় ৷ তোমাকে খুজে পেলে কোন চিন্তা ভাবনা ছাড়াই তারা তোমাকে মেরে ফেলবে ৷ আর যতক্ষণ পর্যন্ত আমি তাদের ঐ ভিডিও গুলো না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তারা আমাকে বাচিয়ে রাখবে ৷ জয় বললো৷

তারা তোমাকে বাঁচতে দিবে এটা তুমি বিশ্বাস করো ? আমি জেনে শুনে এই বিপদে তোমাকে ছেড়ে দিতে পারি না ৷ আমি তার কাধ ঝাকিয়ে বললাম ৷

এদিকে ক্রমইশ তারা এগিয়ে আসছে ৷ টর্চের আলোর সাথে তাদের কথার আওয়াজ এদিক সেদিক ছড়িয়ে পড়ছে ৷

মানিক তুমি কেন বোঝতে পারছো না ৷ তারা তোমাকে বিনা কারনেই,চিন্তা ভাবনা করা ছাড়াই মেরে ফেলতে পারে ৷ আসো আসো, হাতে সময় নেই ৷ এই বলে জয় আমাকে গর্তের দিকে ঠেলতে লাগলো ৷

আমি এভাবে জয়কে ছাড়তে পারিনা ৷ কি করা যায়! কি করা যায় ! হ্যা মাথায় এক আইডিয়া এসেছে ৷ আমি জয়কে বললাম : তুমি কি গাছে উঠতে পারো ?

আমার কথা শুনে জয় ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো ৷ আমার দিকে এমন ভাবে তাকিয়ে রইলো যেন মনে হয় আমি তার প্রিয় কোন ব্যাক্তির মৃত্যুর সংবাদ দিচ্ছি ৷

হঠাৎ গাছের কথা কেন ? জয় অবাক হয়ে বললো ৷

এটা বড় জঙ্গল না হলেও এখানকার গাছ গুলো বেশ বড় বড় ৷ আমরা গ্রামে লুকোচুরি খেলতে গিয়ে কখনো কখনো গাছে চড়েছি ৷ তুমি যদি গাছে লুকাতে জানো, তাহলে তোমাকে খুজে পাওয়া মুশকিল ৷ বিশেষ করে সেটা যদি রাতে হয় এবং গাছটা যদি ঘন ডাল -পালা , শাখা- প্রশাখা হয় ৷


জয় উপরে মাথা তুলে কয়েকটি গাছের উপর চোখ বুলিয়ে নিলো ৷ বেশ অন্ধকার উপরের দিকে ৷ আর বেশ শাখা-প্রশাখা বিশিষ্ট বড় বড় গাছ ৷ জয় আমার দিকে চেয়ে বললো : আমি কখনো চড়িনি গাছে ৷

আমি একটু ভেবে বললাম : তাহলে তুমি এই গর্তে ঢুকে পড় ৷ আমি গাছে চড়ে লুকাচ্ছি ৷

জয় বললো : কিন্ত.................৷

আমি তাকে থামিয়ে বললাম : এখন আর বহস করো না প্লিজ ৷ এখান থোকে ফিরলে দুজনই ফিরবো ৷ না হয় দুজনই মরবো ৷

জয় আমকে জড়িয়ে ধরে বললো : সত্যিই তুমি খুব ভালে বন্ধু ৷ তুমি কি আমার একটা কথা রাখবে ?

ঠিক আছে বলো !

যদি আমি ধরাও পড়ে যাই ৷ তুমি কিন্তু ধরা দিবে না,আমাকে মেরে ফেললেও তুমি আসবেনা ৷ এখান থেকে তুমি বের হতে পারলে, ব্যাগটা নিয়ে তোমার কাছে রেখে দিবে


যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার বাকি কাজটা তুমি করে দিবে ৷ তুমি কমপক্ষে ঐ ব্যাগটা আমার বন্ধুর কাছে পৌছে দিবে৷ জয় দরদ মাখা চেহারা করে বললো ৷

তাকে দেখে আমার অনেক কষ্ট লাগলো ৷ তার প্রতি দুর্বলতা অনুভব করছি আমি ৷ মায়া হচ্ছে তাকে দেখে ৷ আমি তাকে স্বান্তনা দিয়ে বললাম : ভরসা রাখো ! তোমার কিচ্ছু হবে না ৷

তারপর জয়কে গর্তে ঢুকিয়ে কোনরকম লতা পাতা দিয়ে ঢেকে দিলাম ৷ যেহেতু তারা কাছাকাছি চলে এসেছে ৷


এরপর আমি সেই জায়গাটা ছেড়ে ,একটু দূরে গিয়ে বড় একটা গাছে চড়ে উঠলাম ৷ আমার জন্য গাছ চড়াটা মামুলি ব্যাপার ৷ তারপর একটা বড় মোটা ডালে লম্বা হয়ে শুয়ে পড়লাম৷

গাছের পাতা আর ডালটা আমাকে লুকিয়ে রাখতে যথেষ্ঠ ছিলো ৷ আমি সেখানে শুয়ে আশেপাশে যতটুকু সম্ভব নজর রাখার চেষ্টা করতে লাগলাম ৷
 
  • Love
Reactions: xDark.me

Kjfnani

Active Member
525
186
59
অনেক ব্যস্ত হয়ে যাওয়াতে পরবর্তী আপডেট গুলো একটু দেরী করেই আসবে হয়ত ৷ এই ব্যস্ততার মাঝে ছোট্ট একটি আপডেট ৷ ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই৷

ধন্যবাদ ৷
 
Top