- 2
- 2
- 1
তারপর মা শুনলাম হাসতেছে।আমিও মায়ের দরজায় নক করলাম। মা আসছি বলে ৫ মিনিট পর রুম থেকে বের হলো।কিন্তু আমি এ প্রথম মাকে দেখে অবাক হলাম। মায়ের ঠোঁটে লিপস্টিক। চুল গুলা চাড়া, মাথায় কাপড় নাই।আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা আমার দিকে তাকিয়ে বললো তাড়াতাড়ি খা আমার ভালো লাগে না ঘুম আসতেছে। আমি বললাম আপনি খাবেন না?মা বললো আমি পরে খাবো তুই খা।আগে কখনো এমন হয় নি।আমি খাচ্ছি মা বসে আছে।হঠাৎ মায়ের মোবাইলে কল বেজে উঠলো রুমে।।মা রুমে গিয়ে ১ মিনিট পর বের হলো জিজ্ঞেস করলাম কে কল করছে। মা বললো বুঝস না সীম কোম্পানির কল। আচ্ছা তুই খেয়ে এগুলা একটু গুছিয়ে রাখিস আমার ঘুম আসে আমি রুমে গেলাম। খাওয়া শেষে১০ মিনিট পর আমি আবার মায়ের রুমের পাশে গেলাম সন্দেহ হলো তাই।ভেতর থেকে মায়ের কথার শব্দ আসতেছে।না ভাই আপনি এগুলা কি বলেন,আমার পোলা ছোট নাকি, আর আমি এমন মহিলাও না।সম্মান নষ্ট করতে চাই না।ঐ পাশ থেকে কি বললো সেটাত জানি না।মা হাসতে লাগলো।তারপর মা বললো আসলে দেখেন পাগলামী না করলে হয় না?আবার মা বললো আচ্চা আমাকে ভাবতে দেন ২/৩ দিন। মনে একটু সাহস আসুক।বলে কল কাটলো আমিও রুমে এসে শুয়ে গেলাম।সে রাতে ঠিক মত ঘুম হলো না চিন্তা করতে লাগলাম কি চলতেছে মায়ের মনে।আমার ঘুম আসলো প্রায় রাত ৩ টার দিকে। ঘুম ভাঙছে ১১ টায়।মা বললো কিরে সারা রাত জেগে ছিলি না-কি শরীর খারাপ? আমি বললাম এত ঘুমালাম কেন সেটাত বুঝতেছি না।মা বললো দুপুরে ঘরে গেস্ট আসবে। আমি বললাম এ লকডাউনের ভেতর কে আসবে? মা বললো যার ডাব চুরি করেছিস সে আসবে।আমি আর কিচু না বলে প্রেশ হলাম। রান্না শেষে মা গোসল করে সেজেগুজে রুম থেকে বের হলো।জীবনে এত সাজতে মাকে দেখিনি।আর সেদিন কাপড়ও পরছে নাভীর মিনিমাম ৮ ইঞ্চি নিচে।দেখেত আমিই অবাক।জীবনে মায়ের শরীরের কোন অংশ দেখিনি আজ শাড়ি না মশারী পরছে সেটাই চিন্তা করলাম।কাকাও এসে পড়লো।মা-কে দেখে আমার সামনেই বলতেছে সেই মাল আপনি আজকে আউট হয়ে যাবে আপনাকে দেখেই।মা বললো পোলার সামনে কি বলেন।কাকা মাকে বললো ভাবি সব ঠিক আছে কিন্তু একটা জিনিসের অভাব আছে।মা বললো কি? কাকা বললো একটা টিপ পরেন কপালে নাইকা ফেল হবে আপনার কাছে।