- 21
- 20
- 4
স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট ঘোষণা চলছে। নিজের শ্রেনীতে প্রথম স্থান অধিকার করেছে সামির৷ অভিভাবকদের মধ্যে বসে থাকা অবস্থায় বেশ গর্বিতই অনুভব করলেন তার মা মিসেস সায়রা খানম।সবার মুখেই চলছিল সামির আর তার মায়ের প্রশংসা৷ আর হবেই বা না কেন,এই কিছুদিন আগেও সামির ছিল নিতান্তই গড়পড়তা একজন ছাত্র,সেখান থেকে হঠাৎ করে সে হয়ে গেল ক্লাসের ফার্স্টবয়!সবার কাছে এটা ছিল এক বিস্ময়৷ বাকি অভিভাবকরা মিসেস সায়রার কাছে জানতে চাইল এর রহস্য কি,কিভাবে তিনি তার ছেলেকে এভাবে বদলে দিলেন।তিনি অবশ্য বিনয়ের সাথে সব এড়িয়ে গেলেন, সব কৃতিত্ব দিলেন সামিরকে৷ রেজাল্ট পেয়েই দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল সামির, সেলফিতে বন্দী রাখল খুশির এই মূহুর্ত৷ আর কেউ না জানলেও সে তো জানে তার এই পরিবর্তনের পেছনে মূল কৃতিত্ব আসলে তার মায়ের৷ সামিরের পড়াশোনায় অমনোযোগিতা ধরতে পেরে তাকে উদ্বুদ্ধ করে বেছে নিয়েছিলেন এক অভিনব পদ্ধতি,আর এতেই তার এই আমূল পরিবর্তন।