আপনারা আমার পরিচয় আগেই পেয়ে গেছেন আমি অয়ন ৫ বছর আগে বাবা সাথে রাগ করে ইটালি চলে এসেছি তখন থেকে বাড়ির সাথে কোন জোগাজোগ রাখি নাই কারন আমার বাবাকে আমি দেখতে পারতাম না বাবা সারা দিন কাজ নিয়ে থাকতো রাত হলে মদ খেয়ে মাতলামি করতো মাকে মারত এই নিয়ে বাবার সাথে আমার জগড়া হয়ে বাড়ি থেকে বেড় হয়ে জাই তার পরে এক বন্ধুর সাথে কথা বলে জানতে পারি ওর বাবা বিদেশে লোক পাঠায় তার পর সেই বন্ধুুর বাবার সাথে দেখা করে অনেক কস্টে উনাকে বুজিয়ে কিছু টাকা ধার করে একটা বিসা মেনেজ করি ঠিক ১৫ দিনের ভিতরেই ইটালি চলে আসি ৪ বছর বাড়ির সাথে আর কোনো জোগাজোগ ছিলোনা মায়ের কথা খুব মনে পড়তো এইকরেই চলতে থাকলো আমার দিন ঠিক চার মাসে আগে আমার সেই বন্ধু ও চলে আসলো ইটালিতে তার সাথে দেখা হলো কথা হলো ওর কাছে জখন বাড়ির খবর জানতে চাইলাম ও তখন জানালো আমার বাবা আগের মতই আছে মা নাকি মাঝে মাঝে ওদের বাড়িতে এসে আমার খবর নিতো ও আসার আগে মা নাকি মার মোবাইল নাম্বর টা ওর কাছে দিয়ে বলছে আমাকে দিতে ও কথা শেষ করে জাওয়ার সময় নাম্বর টা দিয়ে গেলো আমি ও একটু কাজে বেরিয়ে গেলাম কাজ শেষ করে জখন বাড়িতে ফিরলাম তখন আবার মায়ের কথা মনে পরলো তখনই মায়ের নাম্বর টা মোবাইল সেইব করলাম দেখলাম এটাতে ইমু খোলা আছে তার মানে চাইলে ভিডিও কলে কথা বলা জাবে অনেক ভেবে সেই রাতে আর কল দিলাম না