এইবার আসি অবিনাশ বাবু সম্পর্কে , পেশায় পুলিশের বড় কর্তা ছিলেন , এখন অবসর প্রাপ্ত , বয়স ওই ৫০ এর আসে পাশে , বৌ গত হয়েছে ১০ বছর আগে। সম্পত্তি বেশ ভালোই আছে , আরো ৩ তে এপার্টমেন্ট আছে সল্টলেক এ , ভাড়া খাটান , বড় বাজারে হোলসেলের বিজনেস আছে, যদিও বিজনেস তা দাদা অভিষেক বাবুর (৫৫) , তবুও দুই ভাই মিলেই সামলান।
অবিনাশ বাবুর চেহারা বলা চলে পালোয়ান এর মতো। এই বয়েসেও নিয়মিত ডন বৈঠক মারেন ৫০ তা করে প্রতিদিন। শহরতলি তে পোস্টিং থাকা কালীন কত ডাঁসা গৃহবধূ কে চিবিয়ে খেয়েছেন তার ঠিক নাই। অবিনাশ বাবু র ছেলে অজয় , বয়স ২১ , কলেজে পরে।
অবিনাশ বাবু , দাদা অভিষেক আর ছেলে অজয় কে নিয়ে থাকেন এপার্টমেন্ট এর টপ ফ্লোরে। ৩য় তলায় কেউ থাকে না , ভাড়া দেবার জন্য ফাঁকাই থাকে।
২ন্ড তলায় থাকেন সৌরভ আর তার বৌ তৃষা।
১ম তলায় থাকেন মিতালি দেবী আর মনোজ বাবু।
পাড়াতে কানা ঘুসো শোনা যাই , মিতালি দেবী নাকি অবিনাশ বাবুর সোহাগী , সেই কারণেই মিতালি দেবীর কোমর ৩৬ থেকে ৪০ হয়েছে ৬ মাসেই।