• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Adultery সত্য ঘটনা অবলম্বনে আমার ডাইরি

Kamkhor

New Member
25
10
4
রবিঠাকুর বলেছিলেন -
পৃথিবীতে কাহারও অভাবে কোনকিছু অধিক দিন শূন্য থাকে নাহ ।।

সবাই ভাবে তার জীবনটা খুবই রোমাঞ্চকর। জীবনের এমন একপর্যায়ে এসে মনে হয় জীবনের গোপন কথাগুলি লিখেই যাবো, সবার মতো আমার জীবনটাও আমার কাছে রোমাঞ্চকর মনে হওয়াটা মনে হয় পাপ না। যদিও পাপ আমি কম করেছি এটা বললে মিথ্যা বলা হবে, একজন দাগী অপরাধীর থেকে একটু বেশীই করেছি, কিন্তু ঔইযে আমি একটু শিক্ষিত ছিলাম, তাই আমার অপরাধ কেউ ধরতে পারেনি । মাঝে মাঝে ভাবি ডাইরি লিখবো কিন্তু সাহস হয়না, কারো হাতে যদি পড়ে যায় , বিশেষ কারো পরোয়া করিনা কিন্তু আমার জীবিত মা বাবা যদি আমার জীবনের অন্ধকার দিকটা জানতে পারে তো কি হবে !


জীবনের গোপন কথাগুলো বুকের মদ্ধ্যে ইদানিং দলা পাকিয়ে জমা হচ্ছে, কাউকে বলতে পারিনা আমার বিকৃত কাজকর্মের কথা,
থাকতে না পেরে ফোরামে লেখার চেষ্টা করছি, যতটা সম্ভব পরিচয় গোপন করেই, আমার পরিচিত বন্ধুবান্ধব এর মদ্ধ্যে যদি কেউ এই গল্প পড়ে থাকে তাহলে হয়তো সন্দেহ করতে পারে, কিন্তু ওইটুকুই! সন্দেহ, তারবেশী প্রমান করতে পারবে না, বা আমার মা বাবাকে ছোটো হতে হবে না ।

লেখার হাত আমার কোনদিনই নেই, কোন বাক্য কোন বাক্যের আগে বসালে লেখাটা ভালো হয় তা জানি না , তবু প্রথম থেকে লিখে যাবো, শুধুমাত্র স্নাক কাল নাম গুলো পরিবর্তন করা হবে, ঘটনা যা ঘটেছে তার 1 ইঙ্চিও এদিক ওদিক করবো না বা মিথ্যা বলবো না।

ইদানিং ফোরামে নানা লেখক এর লেখা পড়ে লেখার নিয়ম বোঝার চেষ্টা করেছি , চেষ্টা করবো মানিয়ে গুছিয়ে লিখতে ।

দু একটা ছোটোখাটো গল্প লিখে হাতটা পাকা করার চেষ্টা করেছি, তাতে দুজন পরবর্তী পার্ট চাওয়াতে একটু সাহস পেয়েছি আমার ডাইরি লেখার ।

ইদানিং বুঝতে পারছি আমার সময় ঘনিয়ে এসেছে এই পৃথিবী থেকে, তার আগে মনের গোপন কথাগুলো প্রকাশ করে যেতে চাই।


ইশ্বর কে স্বয়ং সাক্ষী রেখে আমার জীবিত মা বাবার নামে দিব্বি খেয়ে বলছি নাম স্থান পরিবর্তন করে বাকি যা লিখবো তার এক অক্ষর-ও মিথ্যা লিখবো না ।
 
Last edited:
Top