Sotidip
New Member
- 7
- 5
- 18
না না রকম ব্যাস্ততা থাকে দিদি। তার ভেতর দিয়ে যতটুকু সময় বের করতে পারব তাই দিয়েই চেষ্টা করব। মোদ্দা কথা হল প্রিয় গল্প গুলো হারাতে চাই না। আপনার কাছে ছাড়া আর কার কাছে এই আবদার রাখতে পারি বলুন। আর আপনাদের লেখার মত এতো সুন্দর লেখনীর ধারাবাহিকতা আমি আজীবন পেতে চাইছি। হারিয়ে যাবার ইচ্ছা নেই। শুরু করুন, ঠকবেন না। আস্থা রাখুন, সাথে আছি। আমার মনে আপনারা আজীবন বিরাজ করছেন, করবেন। আরো গল্প চাই। প্রয়োজনে কাল্পনিক চরিত্রের আত্মজীবনী লিখুন। তবুও লেখাটা থামাবেন না। please, please.অনেক দেরীতে আপনার পোস্ট টা চোখে পড়ল। নেটওয়ার্কিং সমস্যার জন্য্য বেশ কিছুদিন সাইটে ঢুকতে পারিনি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মনে রাখবার জন্য।
"নিয়তির স্রোতস্বিনী" আর "সীমন্তিনী"-র আপডেট এ সাইটে দিতেই পারি। কিন্তু দেখেছেন তো এ সাইটে পাঠকের মতামত একেবারেই উৎসাহব্যঞ্জক নয়। "আমি, আমার স্বামী ও আমাদের যৌনজীবন" গল্পে শুরু থেকে শেষ মাত্র শুধু একজন পাঠক-তথা-লেখিকার অনুপ্রেরণা পেয়েছি। তিনি হলেন শবনম৮৮৮ । ওনার কাছ থেকে আগাগোড়া এমন সাপোর্ট না পেলে এ গল্পটাকে সমাপ্তি পর্যন্ত টেনে নিয়ে যেতে কিছুতেই পারতাম না আমরা।
আপনি যদি আমাদের তেমন নিয়মিত সাপোর্ট/ মন্তব্য করবেন বলে কথা দিতে পারেন, তাহলে আপনার আশা পূরণ করতে আমাদের দ্বিধা নেই।
পারলে জানাবেন।