সায়ন আজকাল মাঝে মাঝেই মধুরিমার খবর নিতে আসে মধুরিমার বাড়ি। সকালে দেখা হলেও রাতের দিকে বা সন্ধ্যের দিকে আসে। বেশ রাত করেই বাড়ি যায়। গল্প গুজব খুনসুটি সব ই চলে ওদের মধ্যে। মধুরিমাও এখন জামাইয়ের সাথে অনেক ফ্রি। বিভিন্ন গল্প হয়।
এর মধ্যে দূজনে একদিন ঠিক করল যে একটা সিনেমা দেখতে যাবে। সিটি সেন্টারে আইনক্সে একটা ছবি দেখবে রাতের শো।
রাত ৯ টা থেকে ১২ টা। ৮টায় সায়ন এল। জিন্স আর টি শার্ট পরে। বাড়ি ঢুকে দেখল যে মধুরিমাও প্রায় রেডি। লো কাট স্লিভলেস ব্লাউজের সাথে শাড়ি। অসাধারণ সেক্সি লুক। সায়ন একটু তাকিয়ে গিয়ে হাতটা ধরল মধুরিমার।
সায়ন: মম
মধুরিমা: কি?
সায়ন: ইউ আর লুকিং গর্জাস।
মধুরিমা: তাই?
বলে নাকের ডগাটা ধরে একবার নাড়িয়ে দিল সায়নের।
সায়ন ও হঠাৎ হাতটা ধরে ফেলল মধুরিমার।
সায়ন: মম, চলো।
বলেই কি রকম যেন লজ্জা পেয়ে ছেড়ে দিল হাতটা।
মধুরিমা মুচকি হেসে ফেলল সায়নের কান্ড দেখে।
মধুরিমা: চলো।
দূজনে যে হলটা তে গেল সেটাতে রাতের শো বলেই হয়ত লোক কম। পাশাপাশি বসে দূজনে দেখছিল সিনেমাটা। হাফ টাইমে সায়ন পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস আনল। খেতে খেতেই দূজনে সিনেমা দেখল। সায়ন লক্ষ্য করল মাঝে মাঝেই কিছু কিছু পারটিকুলার টাইম এ মধুরিমা ওর হাতটা ধরে ফেলছিল।
সিনেমা শেষে রাত প্রায় ১টা। মধুরিমাকে বাড়ি পৌছে দিল সায়ন।
সেদিন রাতে কেন জানিনা সায়নের ঘুম এল না সারা রাত। বারে বারে সে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল মধুরিমার ছবি।
এদিকে মধুরিমাও সারারাত ছটফট করেছে বিছানায়। মনের কোনে বারবার সায়ন উঁকি মারছে যেন। কি হল।
দুদিন পর একটা দুপুরে রেখা এল মধুরিমার বাড়ি।
মধুরিমা: আয় রেখা।
রেখা: আরে তোর কি খবর বলত? যোগাযোগ একেবারেই নেই।
মধুরিমা: না সেরকম কিছু না।
রেখা: কি রকম কিছু?
মধুরিমা: নে বোস। একটু গল্প করি।
দূজনে গল্প করতে শুরু করল।
এর মধ্যে দূজনে একদিন ঠিক করল যে একটা সিনেমা দেখতে যাবে। সিটি সেন্টারে আইনক্সে একটা ছবি দেখবে রাতের শো।
রাত ৯ টা থেকে ১২ টা। ৮টায় সায়ন এল। জিন্স আর টি শার্ট পরে। বাড়ি ঢুকে দেখল যে মধুরিমাও প্রায় রেডি। লো কাট স্লিভলেস ব্লাউজের সাথে শাড়ি। অসাধারণ সেক্সি লুক। সায়ন একটু তাকিয়ে গিয়ে হাতটা ধরল মধুরিমার।
সায়ন: মম
মধুরিমা: কি?
সায়ন: ইউ আর লুকিং গর্জাস।
মধুরিমা: তাই?
বলে নাকের ডগাটা ধরে একবার নাড়িয়ে দিল সায়নের।
সায়ন ও হঠাৎ হাতটা ধরে ফেলল মধুরিমার।
সায়ন: মম, চলো।
বলেই কি রকম যেন লজ্জা পেয়ে ছেড়ে দিল হাতটা।
মধুরিমা মুচকি হেসে ফেলল সায়নের কান্ড দেখে।
মধুরিমা: চলো।
দূজনে যে হলটা তে গেল সেটাতে রাতের শো বলেই হয়ত লোক কম। পাশাপাশি বসে দূজনে দেখছিল সিনেমাটা। হাফ টাইমে সায়ন পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস আনল। খেতে খেতেই দূজনে সিনেমা দেখল। সায়ন লক্ষ্য করল মাঝে মাঝেই কিছু কিছু পারটিকুলার টাইম এ মধুরিমা ওর হাতটা ধরে ফেলছিল।
সিনেমা শেষে রাত প্রায় ১টা। মধুরিমাকে বাড়ি পৌছে দিল সায়ন।
সেদিন রাতে কেন জানিনা সায়নের ঘুম এল না সারা রাত। বারে বারে সে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল মধুরিমার ছবি।
এদিকে মধুরিমাও সারারাত ছটফট করেছে বিছানায়। মনের কোনে বারবার সায়ন উঁকি মারছে যেন। কি হল।
দুদিন পর একটা দুপুরে রেখা এল মধুরিমার বাড়ি।
মধুরিমা: আয় রেখা।
রেখা: আরে তোর কি খবর বলত? যোগাযোগ একেবারেই নেই।
মধুরিমা: না সেরকম কিছু না।
রেখা: কি রকম কিছু?
মধুরিমা: নে বোস। একটু গল্প করি।
দূজনে গল্প করতে শুরু করল।
Last edited: