আমি ঘরে ঢুকতেই মা হেসে আমার দিকে তাকালো।
মা: কিরে আয়।
আমি এলাম এসে একটা চেয়ারে বসলাম। দাদু , রুনু আমার দিকে তাকিয়ে হাসল।রমা কাকিমা মার হাতের মধ্যে মাথা নামিয়ে বসে।
এমনসময় ঝুনু একটা বড় থালায় করে মিষ্টি নিয়ে এসে মার সামনে টেবিলে রাখল। ঝুনু সালোয়ার কামিজ পরে।
মা: রুনু আমার এদিকে আয় তো।
রুনু উঠে মার ডানপাশে এলো। মা , রমা কাকিমার হাত ধরে পিঠে হাত দিয়ে রমা কাকিমাকে নিজের বাঁ পাশে বসিয়ে বাঁ হাত দিয়ে আবার জড়িয়ে ধরল।
মা এবার একটা মিষ্টি হাতে নিয়ে ল্যাংটো রমা কাকিমাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে মিষ্টির রমা কাকিমার মুখে দিল। রমা কাকিমা মিষ্টিটা মুখে নিয়ে চিবোতে লাগল।
মা , দাদুকে আর বাকিদের নিতে বলল। আমরা সবাই মিষ্টি খাচ্ছি। মা আরেকবার ডান হাতটা রমা কাকিমার মুখে আলতো করে বুলিয়ে রমা কাকিমার মাথাটা নিজের কাঁধে রাখা করালো। রমা কাকিমা দিব্যি মায়ের কাঁধে মাথা রেখে মার হাতের মধ্যেই বসে রইল।
মা: কাকা
দাদু: হ্যাঁ বলো।
মা: আমার তরফ থেকে কোন আপত্তি নেই। রুনু, রতু(আমি) দাদুকে প্রণাম কর।
আমি আর রুনু দাদুকে প্রণাম করে আশীর্বাদ নিলাম।
দুজনে মা কে প্রণাম করলাম।
মা
রমা কাকিমাকে দেখিয়ে): রতন, রুনু, মা কে প্রণাম কর।
আমরা দুজন রমা কাকিমাকে প্রণাম করলাম। মা এবার রমা কাকিমাকে জড়িয়ে ধরে পাশে বসালো।
আমি, রুনু, ঝুনু ওদের বাড়ী এলাম।
আমি: ঝুনু
আমি: কি ব্যাপার রে রমা কাকিমা ল্যাংটো
ঝুনু: হ্যাঁ রতনদা, মাসীমা আসতেই মা একেবারে সব ছেড়ে ল্যাংটো হয়ে মাসীমার পা ধরে মাসীমার পায়ে মাথা ঠেকিয়ে বলেছে দিদি আমি আমাকে আপনার পায়ে সঁপে দিলাম। আমার মেয়েকে আপনি আপনার পায়ে স্থান দিন। মাসীমা সেই যে মাকে তুলে ধরে কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরেছে। একেবারে তোদের বিয়ের ঠিক করে তবে ।
আমি: হুম।