• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Adultery দ্বীপ রাষ্ট্রে গিয়ে

Ranaanar

Active Member
1,185
885
129
ড্রেসিংরুমে পল যেন একটু স্বস্তি পেল। দুজন ফাস্ট বোলার পিটার আর জন রেডি হচ্ছে।
পল: পিটার, জন ট্রাই টু গ্র্যাব সাম আর্লি উইকেটস। রানা হ্যাভ ডান হোয়াট হই ক্যান ডু।
ফিল্ডিং টিম হিসাবে প্রথমে নামলাম।আমাকে দেখে দর্শকরা হৈচৈ করে উঠল। নন্দিতা মাসীর পাশ দিয়েই নামছি। নন্দিতামাসী আমার খোলা পিঠে হাত বুলিয়ে হাসল।
মাঠে নামার পর পল দেখি আমাকে ফার্স্ট স্লীপে দাঁড়াতে বলল।
জনসনের ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ভালো ব্যাটসম্যান। একটা স্লীপ নিয়েই ফিল্ডিং সাজিয়েছে পিটার। প্রথমবল, ডেভিড ছোঁয়ালো। বল প্রায় থার্ড স্লীপের কাছ দিয়ে উড়ে যাচ্ছে। আমার কি হল কে জানে। আমি একটা লাফ মারলাম। আমি যে অত দূরে বডি থ্রো করতে পারি তা আমারও আইডিয়া ছিল না। কিন্তু বলটা আমার হাতে আটকে গেল। বল শুদ্ধ আমি পড়লাম মাঠে। উইকেটকিপার ড্যানি লাফিয়ে দৌড়ে এসে আমাকে তুলল। সারা মাঠ চিৎকার করছে। জনসন শূন্য রানে এক উইকেট। বোলার পিটার এসে জড়িয়ে ধরল আমাকে। সবাই জড়িয়ে ধরল।
 

Ranaanar

Active Member
1,185
885
129
পল, ড্যানি, পিটার, জন, বব, সকলে আমাকে আদরে ভরিয়ে দিচ্ছে একেবারে। ডেভিড অবাক। শুধু গার্ড পরে থাকা একটা ল্যাংটো ছেলে যে ওইভাবে ক্যাচ নিয়ে নেবে, সে ভাবেইনি। ওই একটা ক্যাচই যেন আগের বছরের চ্যাম্পিয়ন জনসনের মনোবল ভেঙে দিল। পিটার আর জনের বোলিং এর সামনে প্রায় উড়ে গেল জনসন। ১১০ রানে শেষ ওদের ইনিংস।
আমি আবার ম্যান অব দ্য ম্যাচ।
 

Ranaanar

Active Member
1,185
885
129
ড্রেসিংরুমে এসে সকলে ঘিরে দাঁড়ালো আমাকে। ক্যাপ্টেন পল দেখলাম নিজের জামাটা খুলে খালি গা হয়ে গেল। বাকিরা ও দেখাদেখি সকলে জামা খুলে ফেলল। আমাকে একটা চেয়ারে বসালো। দেখলাম পিটার আর জন দুই ফাস্ট বোলার আমার পায়ের দুটো জুতো খুলে দিল। পল এবার আমাকে হাত ধরে দাঁড় করালো। বাকিরা গোল হয়ে ঘিরে আছে আমাকে। পল আমার কোমরে স্ট্রাপ দিয়ে বাঁধা গার্ডটা খুলে আমাকে ল্যাংটো করে জড়িয়ে ধরল। একে একে বাকি ন'জন টিম মেম্বার আমাকে জড়িয়ে ধরে চুমু খেল। প্রত্যেকের কাছে আমি নয়ন মণি হয়ে উঠেছি।
বব: সি গাইড
পল: ইয়েস।
বব: ইন দিস টুর্নামেন্ট ওনলি ওয়ান ব্যাটার আর্লিয়ার মেড ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।
জন: হু।
বব যে নাম বলল। তিনি ওই দেশের ক্যাপ্টেন ছিলেন একসময়।
 
Last edited:

Ranaanar

Active Member
1,185
885
129
সেদিন খেলার শেষে আমি আর নন্দিতামাসী বাড়ী ফিরলাম।
নন্দিতা: তুই তো যা তা করছিস রে।
আমি: কি জানি।
নন্দিতা: তোর প্রেমে পড়ে যাচ্ছি তো।
আমি: তাই?
নন্দিতা: এরকম প্লেয়ারের প্রেমে পড়ব না?
হেসে ফেলল নন্দিতামাসী।
 

Ranaanar

Active Member
1,185
885
129
নন্দিতা: আর দুটো ম্যাচ। ভালো করে খেলে যদি চ্যাম্পিয়ন আর ম্যান অফ দ্য সিরিজ হতে পারিস তো একটা টোটাল উইক এন্ড তোর। পুরো দুদিন।
আমি: ওকে দেখছি।
দুদিন পর গ্রীনফিল্ডের সাথে ম্যাচ। এটা জিতলে আমরা ফাইনালে। ম্যাচের আগে টিম মিটিং এ ঠিক হল যে টস জিতলে ফিল্ডিং নেওয়া হবে কারণ সকালে হাওয়ায় স্যুইং ভালো হবে।
কিন্তু পল টস হেরে গেল। আমাদের ব্যাটিং।
 

Ranaanar

Active Member
1,185
885
129
পল আর গ্রীম ওপেন করতে গেল। ওরা নামছে দেখে আমি প্যাড পরতে গেলাম। আমার তো আর ড্রেসের ব্যাপার নেই। ধীরে সুস্থে প্যাড, লেগগার্ড, চেষ্টগার্ড.পরছি। তিন উইকেট পড়লে নামব। মাঠে হৈচৈ। কি ব্যাপার জানলা দিয়ে স্কোর দেখি। ৪ উইকেটে ৯। মেন চারজন ব্যাটার পল, গ্রীম, জ্যাক , ইয়ান আউট।
জন: রানা, ডু সামথিং।
আমি কোনরকমে দৌড়ে নামলাম। ব্যাট হাতে দাঁড়িয়ে বব।
বব: রানা, ডিসাস্টার।
আমি: ইয়েস বব: স্টেডি ম্যান।
বব দেখলাম পরের বল দুটো ঠুকলো। বুঝলাম গ্রীনফিল্ডের বুঝলাম চেপে বসছে। আক্রমন না করলে আরো চেপে ধরবে।
সাত ওভারে ৯ রান। আমি প্রথম ব্যাট ধরেই ঠিক করলাম আক্রমন করব। অষ্টম ওভারের প্রথম বল থেকেই মারতে শুরু করলাম। গোটা কয়েক চার ছয় হওয়ার পর চাপ কমল।
দেখলাম এছাড়া উপায় নেই। প্রতি বলে চালাতে শুরু করলাম। ৩০ ওভারে রান হল ৪ উইকেটে ১৮৭। আমার সেঞ্চুরি হল।
ড্রিংকস এ পল মেসেজ পাঠালো আরো মারবার।
আমি আউট হলাম ৪৬ ওভারে ১৭৮ রান করে। বব তখন ১০৮। টোটাল ৩০০।
 
Last edited:

Ranaanar

Active Member
1,185
885
129
ইনিংস শেষ হল ৩২৫ রানে। সারা মাঠ লাফাচ্ছে।
গ্রীনফিল্ডের ব্যাটাররাও ভালো খেলল। তবে ২৫৬ তে অল আউট হয়ে গেল। এই ম্যাচে আমাকে পল দু ওভার বল করতে দিয়েছিল। আমি একটা উইকেটও পেয়ে গেলাম। কৃতিত্ব ববের। দারুন ফ্লাইং.ক্যাচ নিয়েছিল। এই ম্যাচের পরেও আমার সতীর্থ রান আমাকে চুমুতে ভরিয়ে দিল। কারণ এই টুর্নামেন্টে কেউ পর পর তিন ম্যাচে সেঞ্চুরি করেনি।
 

Ranaanar

Active Member
1,185
885
129
দুদিন পর চিত্র পরিস্কার হলো। আমরা আগেই ফাইনালে উঠে গিয়েছিলাম। ক্যাঙারুরা, জনসনকে হারিয়ে ফাইনালে উঠল।
খেলার দিন পল টসে জিতল। ব্যাট করতে নামব আমরা। পল, জ্যাক, ইয়ান সকলেই ভালো খেলল। ৪৩ ওভারে ৩ উইকেটে ২৯১। আমি মাঠে নামলাম। আর মোটে ৪২ টি বল বাকি।সবাই ধরে নিয়েছে প্রোজেক্টেড স্কোর ওই বেশী হলে ৩৫০। নন্দিতামাসীর ওই চ্যালেঞ্জ যেন আমাকে খেপে দিল। ৪৪তম ওভারে আমি রেকর্ড করে ফেললাম। ওদের বোলার জেরির ৬টা বলে ৬টাই ছয়। মাঠ উত্তাল। আমাদের উইকেট কিপার বব উল্টোদিকে দাঁড়িয়ে হাসছে। ওভারের শেষে এল।
বব: ক্যান ইউ কমপ্লিট সেঞ্চুরি?
আমি দেখলাম।
আমি: লেটস সী।
নেক্সট ওভার বব তিনটে চার মেরে বারো রান নিল।
৪৬ তম ওভারে এ আবার ক্লাইম্যাক্স। ২৪ রান করলাম ৬টা চার মেরে।
বব: হোয়াট ইজ ইওর ইনটেনসান
আমি হাসলাম।
৪৭ তম ওভারে বব আরো ১৬ রান তুলল।
স্কোর ৩ উইকেটে ৩৭৯।
৪৮ তম ওভারে আমি পাঁচটা ছয় মারলাম। লাস্টেরটা একটু জন্য চার হয়ে গেল। আমি ৯৪ তে দাঁড়িয়ে।
 
Last edited:

Ranaanar

Active Member
1,185
885
129
বব ৪৯ তম ওভারের প্রথম বলে ১রান নিল।
বব: ট্রাই এ সেঞ্চুরি উইথ সিক্স।
দ্বিতীয় বলটা একেবারে সোজা। স্ট্রেট শট সোজা উড়ে গেল মাঠের বাইরে। বব দৌড়ে এসে জড়িয়ে ধরল আমাকে।
বব: ইটস আ রেকর্ড। সেঞ্চুরি ইন ওনলি ১৯ বলস।
সারা মাঠ নাচছে। নন্দিতামাসীর দিকে তাকিয়ে দেখলাম। ফ্লাইং কিস উড়ে এল। আমি হাসলাম। ইনিংস শেষ হল ৪৫১ তে।
জন আর পিটার তাল ঠুকছে।
জন: রানা। স্প্লেনডিড। উই উইল ক্রাশ দেম।
 

Ranaanar

Active Member
1,185
885
129
ক্যাঙারুরা খেলতে নামল বাট ২০০ তে অল আউট।
তিনবছর বাদে এই টুর্নামেন্ট জিতল অস্টিন।
আমরা প্রাইজ নেওয়ার আগে ড্রেসিং রুমে। আমাকে দাঁড় করিয়ে বাকিরা দুরে গিয়ে গোল হয়ে কি আলোচনা করল। এসে আমাকে ঘিরে দাঁড়াল ১০ জন।
আমাকে অবাক করে দিয়ে দেখলাম ১০ জনই সব ড্রেস ছেড়ে শুধু গার্ড পরল আর পায়ে জুতো মোজা। সকলের ড্রেস আমার মতোই।
আমি: হোয়াট হ্যাপেণ্ড ক্যাপ। সকলে এসে আমাকে জড়িয়ে ধরল।
পল: উই উইল টেক ট্রফি ইন সেম ড্রেস।
সকলে: ইয়েস।
পুরো টিম বেরিয়ে এলাম। আমাদের দেখে সকলে অবাক। হৈ হৈ করে উঠল।
ট্রফি নিলাম আর আমি হলাম ম্যান অফ দ্য সিরিজ।
সারা মাঠ আমরা ট্রফি নিয়ে ঘুরলাম।
 
Top