টায়টায় ঠিক কথা । আগামাথা খুঁজে তো পাওয়া যাবেই না । আসলে রহস্য , নিখোঁজ , লা-পাতা - এ সবই লুকিয়ে আছে তোমার পরের বাক্যটিতে । ওই যে - '' আরেকটা গল্প ....'' - ঐ খানে । '' গল্প '' হ'লে তো তার ''আগামাথা'' - এটি তো আদৌ কোন গল্প-ই না । এ হলো , বিভিন্ন সময়ে 'অ্যানি'র আঁখো দেখা হাল - কখনো অবশ্য পরোক্ষে-ও । আর তার সাথে ''অ্যানি''র নিজস্ব চিন্তা , ভাবনা, দর্শণ , উপলব্ধি আর মতামতের মিশেল । পারম্পর্য সর্বত্র ঠিকঠাক রক্ষিত হয়নি - তাই আরো একটুখানি খাটতে আর খাটাতে হবে - হ্যাঁ , মাথা । আগামাথা পেতে । - সালাম-প্রীতি ।