অতয়েব পরদিন বুধবার সকাল ঠিক ১১টায় আমরা দুজন নির্দিষ্ট ঠিকানায় গিয়ে উপস্থিত হলাম। বাড়িটা সামনেটা বেশ বড়, গাছ পালা আছে। সামনে দারোয়ানো কে জিজ্ঞেস করতেই সে ভিতরের দিকে দেখিয়ে দিল।
ভিতরে ঢুকে দেখলাম সামনেই একটা ঘর। সেই ঘরের উপরেই লেখা,' রাজীব রায়'।
দরজায় নক করতেই ভিতর থেকে আওয়াজ এল, ' আসুন'।
ভিতরে ঢুকতেই দেখলাম যে একটি ছেলে বসে আছে আমাদের বয়সি ই হবে।
আমি: গুড মর্নিং।
রাজীব: গুড মর্নিং, আসুন।
কেকা: গুড মর্নিং।
রাজীব হেসে আমাদের দিকে তাকালো। আমিও হাসলাম।
রাজীব: বসুন।
সামনে রাখা চেয়ারে আমি আর কেকা বসলাম। ইচ্ছা করেই আমি কেকাকে স্লীভলেস টপের সাথে মিনি স্কার্ট পরে যেতে বলেছিলাম। রাজীব খানিকটা অবাক হয়েই তাকালো কেকার দিকে।
আমি: আমি কাল ফোন করেছিলাম।
রাজীব: হ্যাঁ, বুঝতে পেরেছি। মেম্বারশিপের ব্যাপারে তো?
আমি: হ্যাঁ, সুমিত আমাকে বলেছে।
রাজীব: হ্যাঁ,
রাজীব একটা ফর্ম দিল। বেশ বড় ফর্ম সাত, কি আট পাতা।
আমি ফিলাপ করে রাজীবের হাতে দিলাম। রাজীব পুরোটা দেখে নিয়ে ফর্মটা রেখে একটা বড় ব্যাগ বার করল, আর আমার হাতে দিল।
ব্যাগের ওপর বড় করে লেখা 8 (EIGHT). বুঝলাম আমার নম্বর ৮।
ভিতর থেকে বিভিন্ন কাগজ ইত্যাদির সাথে বেরোল দুটি কালো রিস্ট ব্যান্ড। একটাতে নম্বর দেওয়া 8 আরেকটা তে 8A. আমার আর কেকার নম্বর।
রাজীব একেবারে তুমিতে নেমে এল।
রাজীব: সুবীর শোনো।
আমি: হ্যাঁ বলো।
রাজীব: ওখানে ড্রেস কোড ও দেইযা আছে প্লীজ দেখে নিও।
আমি: ওকে।
রাজীব: জানো তো আমাদের শনিবার আর রবিবার activity হয়?
আমি: হ্যাঁ।
রাজীব: এর মধ্যে মেসেজ যাবে কিন্তু বলে রাখি ঐদিন সাড়ে চারটেতে এসো। এর মধ্যে আমাদের official কাজ আমরা সেরে ফেলব। mam এর অকশন রোস্টার তৈরী করে মেইল করে দেবো এর মধ্যে।
আমি: ওকে।
রাজীব: কেকা ম্যাম কিছু জানার আছে?
কেকা: না, ঠিক আছে।
রাজীব আমার দিকে হাত বাড়াল। আমিও handshakeকরলাম।
রাজীব: সুবীর, ওয়েলকাম টু MOTHERFUCKER CLUB।