আইবুড়ো ভাতের দিন এমনই কোন কাজ ছিল না।
পরদিন ভোরে অন্ধকার থাকতেই কাজ শুরু হল।
জবা ডাকল মুনমুনকে।
জবা: দিদি ওঠো।
মুনমুন: বল।
জবা: শোনো, চলো ।
মুনমুন: কোথায় রে?
জবা: চলো জল সইতে পুকুরে।
জবা শাড়ি আর স্লীভলেস ব্রাউজ পরেছিল।
মুনমুন ল্যাংটো হয়েই ঘুমোয়।
মুনমুন: হ্যাঁরে কি পরে যাবো?
জবা: কিছু পরতে হবে না। জলের ঘটিটা নাও খালি।
মুনমুন ল্যাংটো হয়েই জবার সাথে গেল।
পুকুরে এসে জবার কথা অনুযায়ী কোমর জলে দাঁড়িয়ে জল সইল। তারপর ঘটিতে জল ভরে উঠে এল।
জবার সামনে এসে দাঁড়াল। জবা, মুনমুনকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। মুনমুন জবার চিবুকে হাত দিয়ে চুমু খেল।
জবা, মুনমুনের হাত ধরে বাড়ী নিয়ে এলো।