- 392
- 502
- 109
- হইছে মাগী, অহন শইল টিপ।
- খালা, আজগা পাঁচটা ঠেহা লাগব, পক্কীর বাপের রিক্সার বলে কি ভাইংগা গেছে।
- আইচ্ছা দিমুনে।
বাতাসী খুশী মনে দরজা লাগাতে যায়।
ওদিকে রাশুর মেজাজ টা খিচরে গেল। এই বাতাসী মাগীডা না থাকলেই বড়মার কাছ থেকে টাকা নিতে পারত। আজকে সে সাফ সুতর হইতো। যাক এখন রাশুর ভাবনা, কারো বাড়ীর সুপারি পেরে দিয়ে হলেও টাকা কামাবেই, নাপিতের কাছে যাবেই। এই এলাকায় আবার অনেক উচু সুপারি গাছে একমাত্র রাশুই উঠতে পারে। মহিলারা তারে জোর করে গাছে উঠায় আর এক দুই টাকা যা পারে দেয়। রাশুর ও এতে আপত্তি নাই, সেই সাথে গাছে থাকার সময় লুঙ্গীর কোচরে যদি কিছু সুপারি সরিয়ে নিয়ে বাজারে বিক্রি করে দিতে পারে তাইলে তো তার কেল্লা ফতে। এই সপ্তাহের সিনেমার টাকাটাও হাতে চলে আসবে। এখন গ্রামের এই দিকের সব সুপারি গাছ তার পারা হয়ে গেছে।
গায়ের হিন্দু পাড়া যাকে এলাকায় বাংগাল পাড়া বলে সেদিকে যাওয়ার কথা রাশুর খেয়াল হল। অইখানে অনেক মাসী আছে, বিশেষ করে বড়মা’র বান্ধবী অনুমাসি।
অনুমাসির স্বামীও যুদ্ধের সময় মারা যায়। এক ছেলে আর মেয়ে, মেয়েকে ইন্ডিয়া বিয়ে দিয়ে দিয়েছেন। ছেলে থাকে ঢাকায়। চাকরী করে, এখনো বিয়ে করেনি। মাসির বাড়ীটা অনেক বড়, অনেকগুলি ঘর।
- খালা, আজগা পাঁচটা ঠেহা লাগব, পক্কীর বাপের রিক্সার বলে কি ভাইংগা গেছে।
- আইচ্ছা দিমুনে।
বাতাসী খুশী মনে দরজা লাগাতে যায়।
ওদিকে রাশুর মেজাজ টা খিচরে গেল। এই বাতাসী মাগীডা না থাকলেই বড়মার কাছ থেকে টাকা নিতে পারত। আজকে সে সাফ সুতর হইতো। যাক এখন রাশুর ভাবনা, কারো বাড়ীর সুপারি পেরে দিয়ে হলেও টাকা কামাবেই, নাপিতের কাছে যাবেই। এই এলাকায় আবার অনেক উচু সুপারি গাছে একমাত্র রাশুই উঠতে পারে। মহিলারা তারে জোর করে গাছে উঠায় আর এক দুই টাকা যা পারে দেয়। রাশুর ও এতে আপত্তি নাই, সেই সাথে গাছে থাকার সময় লুঙ্গীর কোচরে যদি কিছু সুপারি সরিয়ে নিয়ে বাজারে বিক্রি করে দিতে পারে তাইলে তো তার কেল্লা ফতে। এই সপ্তাহের সিনেমার টাকাটাও হাতে চলে আসবে। এখন গ্রামের এই দিকের সব সুপারি গাছ তার পারা হয়ে গেছে।
গায়ের হিন্দু পাড়া যাকে এলাকায় বাংগাল পাড়া বলে সেদিকে যাওয়ার কথা রাশুর খেয়াল হল। অইখানে অনেক মাসী আছে, বিশেষ করে বড়মা’র বান্ধবী অনুমাসি।
অনুমাসির স্বামীও যুদ্ধের সময় মারা যায়। এক ছেলে আর মেয়ে, মেয়েকে ইন্ডিয়া বিয়ে দিয়ে দিয়েছেন। ছেলে থাকে ঢাকায়। চাকরী করে, এখনো বিয়ে করেনি। মাসির বাড়ীটা অনেক বড়, অনেকগুলি ঘর।