নমস্কার দাদারা,
আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি মাঝে দীর্ঘ সময় অনুপস্থিতির জন্য। আমার জ্যাঠাত ভাইয়ের বিয়ের জন্য বালিগঞ্জ ছেড়ে ভবানীপুর যেতে হয়েছিল। তাই আপডেট দেয়া সম্ভব হয়নি। তবে, কাজ সেরে দিন কয়েক আগে আবার বালিগঞ্জ ফিরে এসেছি।
চলমান "বস্তিবাড়ির অধিকার আদায়" নিয়ে সখিনা-রাজিবের গল্পটা আগে শেষ করবো। গল্পটা ছোটগল্পের আকার ছেড়ে মাঝারি মাপের গল্পে পরিণত হচ্ছে। আসলে, পাঠকের দেয়া আইডিয়া আরেকটু পরিমার্জন করে বড় পরিসরে লিখতে গেলে গল্পটার আকার একটু বড় করতেই হয়। তাতে গল্পটা আরো জমজমাট ও জমে ক্ষীর হয় বটে।
কথামত, ওই মাঝারি গল্প শেষ করে পরে আবার এই বড়গল্পে ফিরে আসব। ততদিন সময় দিয়ে সহযোগিতা করবেন দয়া করে।
সম্মানিত পাঠকগণ, আপনারা অনেক অনেক রেপুটেশন, ৫ স্টার, লাইক, কমেন্ট করে পাশেই থাকুন। আপনাদের ভালোবাসা আমার পথচলার প্রেরণা।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।