পিয়ালি চলে গেল আমি আর কি করি বসে আছি। একটু বাদে বাদেই শ্বেতা, মাধবী এরা এসে ঘুরে যাচ্ছে। আমি ফ্রক পরে বসে আছি। একটু বাদে আবার এল।
মাধবী: হ্যাঁ রে শ্বেতা।
শ্বেতা: হ্যাঁ বলো।
মাধবী: আজ নাতবৌ এর সাথে থাকবে কে? একা তো রাখা যাবে না।
শ্বেতা: দেখি। রত্না আর তুহিনের আসার কথা। আসুক।
মাধবী(হেসে): তুহিনা।
দুজনেই হেসে উঠল।
কি হল বুঝলাম না। তুহিন, তুহিনা।
যা হোক আধ ঘন্টা বাদে। শ্বেতা আরেকজন মহিলাকে নিয়ে এল।
শ্বেতা: এনি এক মাসী হন। আমার তুতো বোন রত্না। প্রণাম করো। আমি নেমে প্রণাম করলাম।
রত্না: বা লক্ষ্মী বৌ।
শ্বেতা: তুহিনা কোথায়?
রত্না: এলো তো।
দেখলাম এক ভ্দ্রলোক। গোলগাল। চুপ করে দাঁড়িয়ে।
শ্বেতা: তুহিন রেডি হয়ে নাও। নতুন বৌয়ের সাথে থাকতে হবে।
তুহিন: আমি
রত্না একবার তাকালো। দেখলাম তুহিন কেঁচো হয়ে গেল। দশ মিনিট পরে দেখলাম তুহিন একটা স্লিভলেস নাইটি পরে হাজির। জানলাম সে রত্নার বর। তুহিনার রহস্য ও পরিষ্কার হল।