• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy সেন কোম্পানি

Ranaanar

Active Member
1,131
871
129
আমি বসে আছি। এমনসময় নীলা সেন ভিতরে এলো। সাদা শার্ট আর লাল স্কার্ট। দারুন মানিয়েছে।
নীলা: মম
মোহনা: হ্যাঁ বেটা?
নীলা: মি. রায়কে দেখলাম।
মোহনা (হেসে): প্রজেক্ট ডান।
নীলা: কনগ্র্যাচুলেশন মম।
মোহনা: উহু। রোহন পুরো প্রজেক্ট প্ল্যান করেছে।
নীলা আমার দিকে তাকালো। আমি উঠে দাঁড়ালাম নীচের দিকে তাকিয়ে।
নীলা: ও। ইয়োর টয়বয় পি এ।
দুজনেই মুচকি হেসে উঠল। এমনসময় রুমে নক।
মোহনা: কাম ইন।
রজতদা এল।
রজত: গুড মর্নিং ম্যাডাম।
মোহনা: গুড মর্নিং।
রজত(নীলাকে) ম্যাডাম, ফাইল রেডি। আপনার সিগনেচার দরকার।
নীলা: চলো। হ্যাঁ মম
মোহনা: হ্যাঁ বেটা।
নীলা: মম সোমবার থেকে রজত আমাদের কোয়ার্টার এ থাকবে।
মোহনা: ওকে রোহনের পাশের কোয়ার্টার রেডি করিয়ে দেবো।
 

Ranaanar

Active Member
1,131
871
129
সেদিন টিফিন টাইমে রজতদার সাথে খেতে খেতে কথা হল।
আমি: রজতদা ভালোই হবে তুমি এলে।
রজত: হ্যাঁ চল। একসাথে থাকব।
অনেক গল্প হল। তারপর যে যার কাজে ব্যস্ত হলাম।
 
Last edited:

Ranaanar

Active Member
1,131
871
129
রবিবার দুপুরে রজতদা এলো। আমার পাশের ঘরটা রজতদার জন্য। আমিও হেল্প করলাম। সন্ধ্যার সময় দুজনে গল্প করছি এমনসময় একজন মহিলা এলেন।
নীলা ম্যাডাম আপনাকে ডাকছে।
রজত: কি ব্যাপার
আমি: যাও।
 

Ranaanar

Active Member
1,131
871
129
খানিকক্ষণ বাদে রজতদা ফিরল। যা ভেবেছিলাম তাই। হাতে একটা বাক্স।
রজত: কি ব্যাপার বলতো?
আমি: ওখানে জুতো মোজা আর জকি জাঙিয়া আছে। কাল থেকে ওই পরে তোমাকে নীলা ম্যাডামের সাথে এক্সারসাইজ করতে হবে।
রজত: তুই কি করে জানলি?
আমি: আমি তো মোহনা ম্যাডামের সাথে করি।
রজত: শুধু জকি?
আমি: হ্যাঁ
 

Ranaanar

Active Member
1,131
871
129
পরদিন সকালে আমি আর রজতদা দুজনেই সকালের শরীর চর্চার জন্য রেডি। লতা ম্যাডাম ডাকতে এলো। দুপাশে দুটো মাঠ। একটাতে মোহনা সেন আরেকটাতে নীলা সেন ওয়ার্ক আউট করে। দেখলাম মোহনা সেন একটা স্লীভলেস টপ আর শর্টস পরে এসেছে। আর উল্টোদিকের মাঠে নীলা সেন স্পোর্টস ব্রা আর জগিং প্যান্টি পরে আছে। আমি মোহনা সেনের দিকে গেলাম রজতদা গেল নীলা সেনের কাছে।
আমরা জগিং শুরু করলাম। দেখলাম নীলা সেন আর রজতদাও জগিং করছে।
জগিং, ওয়ার্ক আউট করে আমরা শেষ করলাম।
মোহনা: রোহন
আমি: হ্যাঁ ম্যাডাম।
মোহনা: রেডি হয়ে নাও। আমরা একটা জায়গা ঘুরে অফিস যাবো। এক ঘন্টার মধ্যে ব্রেকফাস্টে চলে এসো।
আমি: ঠিক আছে ম্যাডাম।
ঘরের কাছে এসে দেখলাম রজতদাও এসে গেছে।
রজত: ব্রেকফাস্ট ইন ওয়ান আওয়ার।
আমি: আমারও তাই।
দুজনে দুজনের ঘরে চলে গেলাম রেডি হতে।
 

Ranaanar

Active Member
1,131
871
129
দুজনেই অফিসের জন্য তৈরী হয়ে বেরোলাম। ব্রেকফাস্ট বাগানে। দেখি কালো শাড়ী আর লোকাট স্লীভলেস ব্লাউজ পরে মোহনা সেন আর পাশে লাল টপ সাদা স্কার্ট পরে নীলা সেন।
মোহনা: এসো।
আমরা বসলাম। পাঁউরুটি, ডিম, আরো বিভিন্ন খাবারে ব্রেকফাস্ট সেরে নিলাম।
মোহনা: নীল
নীলা: হ্যাঁ মম
মোহনা: আমি এগোই।
নীলা: আমি রজতকে নিয়ে পরে যাচ্ছি।
মোহনা: রোহন এসো।
আমি মোহনা ম্যাডাম এর সাথে গেলাম।
 

Ranaanar

Active Member
1,131
871
129
ড্রাইভারকে মোহনা সেন বললেন কোথায় যেতে হবে। আমি ড্রাইভারের পাশে বসলাম। গাড়ী চলেছে।
মোহনা: রোহন
আমি: হ্যাঁ ম্যাডাম
মোহনা: জনসনের ফাইলটি এনেছো?
আমি: হ্যাঁ, ম্যাডাম।
সেই সময় সবে সবে পেন ড্রাইভ নতুন মার্কেটে এসেছে। মোহনা সেন জানতেন না। আমি ল্যাপটপ নিয়ে এসেছি।
আমি: পেন ড্রাইভে সব আছে ম্যাডাম।
মোহনা: পেন ড্রাইভ?
আমি: আমি পুরো সব ফাইল ওখানে নিয়ে নিয়েছি।
মোহনা: সেটা কি?
আমি দেখালাম একটা লাল কালো পেন ড্রাইভ।
মোহনা: এতে আছে ফাইল?
আমি: হ্যাঁ ম্যাডাম।
মোহনা সেন অবাক হলেন।
গাড়ী দাঁড়ালো জনসনের অফিসের সামনে।
আমি আর মোহনা সেন নামলাম।
জনসনের ওনার মিঃ সান্যাল। বয়স্ক মানুষ।
সান্যাল: গুড মর্নিং মিসেস সেন।
মোহনা: গুড মর্নিং।
সান্যাল: আসুন।
আমরা ওনার অফিস রুমে বসতেই বেয়ারা কফি দিয়ে গেল।
সান্যাল: কি দেখি কি প্ল্যান করলেন।
আমি ল্যাপটপ খুলে পেন ড্রাইভ লাগিয়ে সান্যাল সামনে দিলাম। তিনি তো দেখে অভিভূত।
পেন ড্রাইভের কার্যকারিতা দেখে।
সান্যাল: তাই ভাবি মিসেস সেন। ফাইল কই। ওহঃ, আপনি সত্যিই জিনিয়াস। অতো বড় বড় ফাইল বলতেই হবে না।
মোহনা হাসলেন।
সান্যাল: ডান। আপনিই কাজটা করুন।
মোহনা: থ্যাংকস।
সান্যাল: তোমার নাম কি?
আমি: রোহন।
সান্যাল: দেখে নিয়ে শেখো। তোমার বস কি দারুন জিনিস ইউস করছে। তোমাকে অত ফাইল বইতে হবে না। জানতে আগে ?
আমি হাসলাম।
সান্যাল: ওয়েট।
সান্যাল একটা চেক কেটে মোহনা সেনকে দিলেন।
মোহনা সেন নিয়ে আমাকে দিল। ৫ কোটি টাকার চেক।
দোতলা থেকে নামতে হবে। লিফটে উঠলাম। লিফটের দরজা বন্ধ হল। মোহনা আমার দিকে তাকালো। আমার হাতটা ধরল। আমি একটু ঘাবড়ে গেলাম।
মোহনা: আই অ্যাম প্রাউড অফ ইউ রোহন।
আমি চুপ।
মোহনা সেন আমার গালটা টিপে দিয়ে হাসল।
 
Top