4rd Part
সেটা উনি তৃপ্তিকে জানিয়ে দিলেন যে উনি কালকে ফিরে আসবেন। এইকথা শোনার পর থেকে তৃপ্তির মন খারাপ হলেও এটা চিন্তা করতে লাগলো যে ঝড় একটু দেরী করে আসলেও আসুক তবে তো আসবেই আর আমিও মনে মনে প্রস্তুতি নিতে হবে এই ব্যাপারে। এই বলে তৃপ্তি তার ঘরের কাজে মনোযোগ দিল। এদিকে আশিক আর তমালিকা দুইবার এসে ঘুরে গেছে তৃপ্তিকে অনেক বুঝিয়ে বাড়ি ফিওে যাওয়ার জন্য কিন্তু তৃপ্তি তার সিদ্ধান্তে অটল। সে কিছুতেই যাবে না সব কিছুর সমাধান করে তবেই ঔই বাড়িতে ফিরবে। ওরা চলে যাবার পর তৃপ্তি মনে মনে ভগবানকে ডাকতে লাগলো আর প্রার্থনা করতে লাগলো যে সব কিছ্ইু যাতে ঠিকঠাক মতো হয়ে যায়। সবাই ওর নতুন সম্পর্ককে মেনে নেয়। যথারীতি খাওয়া-দাওয়ার পর যে যার মতো কাজ কর্ম শেষ করে দিনের শেষে বিছানাতে শুয়ে পড়ল। সবার চোখে ঘুম আসলেও অল্প কয়েকটি চোখে ঘুম নাই যেমন আশিক, তৃপ্তি, তমালিকা আর গোপাল ব্যানার্জীর। ওরা কালকের সকালের জন্য উৎকন্ঠার মতো অপেক্ষায় রইল। যথারীতি ভোর হলো সূর্য তার আলোতে চারিদিক আলোকিত করে দিল। সূর্যের আলো তৃপ্তির চোখে পড়তেই তৃপ্তি ধর ফড়িয়ে উঠে বসলো বিছানাতে। সবার আগে সূর্য দেবতাকে প্রণাম করে মনে মনে ভগবানের নাম জপতে জপতে আলমারী খুলে একটা গোলাপী কালারের শাড়ির সাথে মেচিং অন্যান্য জিনিষ পত্র নিয়ে ওয়াসরুমে গিয়ে ভালো করে ¯œান সেরে বাহিরে এসে সব কিছু পরে আশিককে কল দিল বাসায় আসার জন্য। আর তৃপ্তিও ঘরের দরজার কাছে গেল দরজা খুলার জন্য আর সাথে নিল সিঁদুরের কৌটা। দরজায় একটা টোকা পড়তেই তৃপ্তি দরজা খুলে নিজের ডান হাত বাড়িয়ে দিল আশিকের দিকে। আর আশিকও নিজের হাতে সিঁদুরের কৌটা থেকে সিঁদুর নিয়ে তৃপ্তির মাথায় দিয়ে দিতেই তৃপ্তি সাথে সাথে বসে পড়ে আশিকের পা ছুয়ে প্রণাম করল আর আশিকও সাথে সাথে তৃপ্তিকে দুহাতে ধরে দাড় করিয়ে দিয়ে বুকের সাথ জড়িয়ে ধরল। এরপর তৃপ্তি আশিককে বিদায় দিল ভারাক্রান্ত মন নিয়ে। এবার মকবুল সাহেবের পদার্পনের। তার আগেই তৃপ্তি আর ওর ছেলে শাকিল দুজনেই খাবার খেয়ে নিলো আর এরপর তৃপ্তি জোর করে শাকিলকে বাড়ির বাহিরে বের করে দিল যদিও বা শাকিল যেতে চাচ্ছিল না তবুও ওকে বের করে দিল কিন্তু শাকিল যাবার আগে বারবার করে মনে করিয়ে দিল যাই হোক না কেন ও ওর মার সাথে সবসময়ই থাকবে। শাকিল চলে যেতেই তৃপ্তি আবার রুমে গিয়ে নিজেকে সাজাতে লাগলো। সাথে শাখাপলা ,বালা, গলায় বড় হার আর সাথে মঙ্গলসূত্রটা ব্লাউজের ভিতর থেকে বাহির করে দিল যাতে করে সহজেই দৃষ্টি গোচর হয়। ঠোটে হালকা লালচে লিপস্টিক কোমড়ে কোমড়বিছা, পায়ে আলতার সাথে সাথে নুপূর আর পায়েল শাড়িটা পড়ল নাভীর ঠিক ৩ ইঞ্চি নিচে এতে করে ওর সুগভীর নাভী উন্মুক্ত হয়ে থাকলো। আর নিজেকে আয়নার সামনে দাড় করিয়ে দেখে দেখে কপালে বেশ বড় করে সিঁদুর দিয়ে টিপ বানিয়ে দিল। হঠাৎ কলিংবেলের ঘন্টা শুনে সামনের দিকে ইস্তস্ত ভাবে এগিয়ে যেতে কি মনে করে মাথায় শাড়ির আচল দিয়ে ঘোমটা দিয়ে দরজা খুলতে গেল কারন তার চোখে এখন মকবুল সাহেব তার স্বামী না বরং মকবুল সাহেব এখন শশুরতুল্য মানুষ কারন যেদিন থেকেই মনে প্রাণে আশিককে নিজের স্বামী বলে মেনে নিয়েছে সে দিন থেকেই আশিকৈর দিক থেকে ওনাকে নিজের একজন শশুর বলেই মনে কওে নিয়েছিল আর আজ যদি সবকিছুই ঠিকঠাক হয়ে যায় তবে আজ থেকেই তৃপ্তি আর শাকিলকে নিজের ছেলে হিসাবে দেখবে না বরং নিজের দেবর এরম র্জাদা দিবে এটাও সে মনে মনে ঠিক করে রেখেছে।